Logo
শিরোনাম

১২৪ উইকেট নিয়ে সাকিবকে টপকে গেলেন সাউদি

প্রকাশিত:শনিবার ২২ অক্টোবর 20২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম দিনেই রেকর্ড হয়েছে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী। তাকে পেছনে ফেলেছেন আজ কিউই বোলার টিম সাউদি। ১২৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তিনি সর্বোচ্চ উইকেটের মালিক।

আজকের ম্যাচের আগে সাকিব ও সাউদির উইকেট শিকার ছিল সমান ১২২। সিডনিতে আজ শনিবার ডেভিড ওয়ার্নারকে আউট করে সাকিবকে পেছনে ফেলেন সাউদি। নিজের প্রথম ওভারেই ওয়ার্নারকে ফেরান কিউই এই পেসার, এরপরে আবার মিচেল মার্শকে ফিরিয়েছেন সাউদি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাউদির উইকেট সংখ্যা ১২৪।

সাউদি এবং সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর সাকিবের সেই রেকর্ড নিজের করে নিলেন সাউদি।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার

সাকিব আল হাসান- ১২৪

টিম সাউদি- ১২২

রশিদ খান- ১১৮

লাসিথ মালিঙ্গা- ১০৭

ইশ সোধি- ১০৩


আরও খবর