Logo
শিরোনাম

১৪ ঘণ্টা পর দিনাজপুরে যান চলাচল শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

১৪ ঘণ্টা পর দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে দিনাজপুরের সব রুটে যান চলাচল শুরু হয়েছে।

এর আগে এক পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় বুধবার রাত ১টা থেকে দিনাজপুরের সব রুটে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, যে সাতজন অ্যাম্বুলেন্সচালককে আটক করা হয়েছে তাদের জামিন দেওয়া হবে। শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে তারা অবরোধ তুলে নিবেন বলে জানিয়েছেন।


আরও খবর