Logo
শিরোনাম

২৫ শতাংশ কর্মী কমাবে টুইটার

প্রকাশিত:সোমবার ৩১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৪৪০০ কোটি ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী ইলন মাস্ক। এরপরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল, আইন ও নীতিমালাবিষয়কপ্রধান বিজয়া গাড্ডেকে সরিয়ে দেন তিনি।

এবার জানা গেল টুইটার আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। আর এই ছাঁটাইয়ের প্রথম রাউন্ডে ২৫ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। 

সোমবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়,  মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো চাকরি ছাঁটাইয়ের বিষয়টি তদারকি করছেন। 

 ২০২১ সালের শেষে টুইটারের কর্মী ছিল ৭ হাজারের বেশি। আর ২৫ শতাংশ কর্মী ছাঁটাই করলে প্রায় ২ হাজার কর্মী তাদের চাকরি হারাবে। 

 এ নিয়ে তাৎক্ষণিকভাবে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।  


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩