Logo
শিরোনাম

২৮ আরোহী নিয়ে নিখোঁজ রাশিয়ার বিমান

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুলাই ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২৮ জনকে নিয়ে রাশিয়ায় নিখোঁজ হয়ে গেল একটি যাত্রিবাহী বিমান। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এন-২৬ নামে বিমানটি মঙ্গলবার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল। পালানায় নামার কিছু ক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের।

জানা গিয়েছে, ৬ বিমানকর্মী এবং দুই শিশু-সহ মোট ২৮ জন ছিলেন বিমানে। বিমানটি কি ভেঙে পড়েছে, তা নিয়ে একটা ধোঁয়াশা কৈরি হয়েছে। তবে এ নিয়ে পরস্পরবিরুদ্ধ বিভিন্ন সূত্র মারফৎ বেশ কয়েকটি দাবি সামনে আসতে শুরু করেছে।

একটি সূত্র দাবি করছে বিমানটি সমুদ্রে ভেঙে পড়ছে। আবার অন্য সূত্রের দাবি, পালানা শহরে কয়লাখনির কাছে সেটি ভেঙে পড়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিমানটির খোঁজে দুটি হেলিকপ্টার এবং একটি উদ্ধারকারী দলকে কাজে লাগানো হয়েছে। 


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩