Logo
শিরোনাম

২৯৩৮ ভোটারের মধ্যে ১৬৯২ ভোটার মামলার আসামী

প্রকাশিত:বুধবার ২৬ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের স্থগিত মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ২৯৩৮ ভোটারের মধ্যে ১৬৯২ ভোটার মামলার আসামী। এই অবস্থায় স্থগিত মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের পুন:নির্বাচন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ৭ ফেব্রুয়ারি স্থগিত ভোট কেন্দ্রের পুন:নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমানে মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রায় শতভাগ পুরুষ ভোটার পলাতক। গ্রেফতারের ভয়ে ৫ জানুয়ারি থেকে পালিয়ে বেড়াচ্ছে মেরুরচর গ্রামের প্রায় ৩ হাজার মানুষ। 

জানা যায়, ৫ জানুয়ারি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিলো। এক পর্য়ায়ে মেরুরচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হকের নেতৃত্বে একদল উশৃংখল লোক কর্তব্যরত পুলিশের উপর হামলা করে। একই সময় হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হকের নির্দেশে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি ছিনতাই করে নেন। হামলাকারীরা পুলিশের একটি পিক-আপ ভ্যান( জামালপুর-ঠ-১১-০০২৩) গাড়ীতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬০ বুলেট ও ৩২ টিয়ার সেল নিক্ষেপ করে। হামলায় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম, মামলার বাদী এসআই আবু শরীফসহ আইনশৃংখলা বাহিনির ১৯ জন সদস্য গুরুত্বর আহত হয়।

এব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হক কে হুকুমের আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। মামলা নং-২। তারিখ ০৬/০১/২০২২। মামলার ধারা ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৩৭/৩৭৮/৩৫৩/৩৮৯/১১৪ দ:বি: তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(ক)(৩)। মামলার বাদী বকশীগঞ্জ থানার এসআই আবু শরিফ। মামলায় ২৬ জানুয়ারি পর্যন্ত ১৫জন ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের ভয়ে লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে মেরুরচর গ্রাম প্রায় শতভাগ পুরুষ শূন্য। মহিলাদের উপস্থিতিও খুবই কম। ৪ গ্রামের ১৫টি মসজিদের আজান বন্ধ হয়ে যায়। মসজিদে নামাজও বন্ধ ছিলো। শুক্রবারের জুম্মার নামাজও হয়নি। ২৬ জানুয়ারি পর্যন্ত অসুস্থতা জনিত কারণে মেরুরচর গ্রামে ৪ জনের মৃত্যু হয়। মৃত ব্যাক্তিদের দাফন কাফনে কেউ শরীক হওয়ার সাহস পাননি। বহিরাগত লোকজন লাশ দাফন করেছেন।

এই পরিস্থিতিতে ৪ গ্রামের র্নিদোষ মানুষগুলোকে নিজ বাড়ি ঘরে ফিরিয়ে আনার জন্য বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, মেয়র, অতিরিক্ত পুলিশ সুপার(দেওয়ানগঞ্জ সার্কেল) ও জামালপুর জেলা পুলিশ সুপার দফায় দফায় মেরুরচর গ্রামে মত বিনিময় সভা করেছেন। প্রতিটি সভায় প্রশাসনের পক্ষ থেকে  নির্দোষ মানুষকে নিজ বাড়ি ঘরে ফেরার সাহস যুগিয়েছেন। প্রশাসনের সাহসে অন্য ৩ গ্রামের মানুষ নিজ বাড়ি ঘরে ফিরে এলেও মেরুরচর গ্রামের পুরুষ মানুষ নিজ বাড়ি ঘরে ফিরেনি। এই অবস্থায় পুন:নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আগামী ৭ ফেব্রুয়ারি  বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মেররচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ২নং সংরক্ষিত আসনের সদস্য ও ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আরও খবর