Logo
শিরোনাম

৩৬ ঘণ্টা পর সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল শুরু

প্রকাশিত:শনিবার ১৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রায় ৩৬ ঘণ্টা পর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ চার দফা দাবিতে আমরা দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলাম। আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি পালন করেছি। আবারও সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।

এদিকে ধর্মঘট শেষ হবার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জের পুরাতন বাসট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ডের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়।

সেখানে উপস্থিত যাত্রীরা জানান, ছোট বিষয় নিয়ে পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। ঢাকা থেকে বিভিন্ন কাজে সুনামগঞ্জে আসা সাধারণ যাত্রীরাও ধর্মঘটে পড়েছিলেন চরম ভোগান্তিতে।

বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা সামির আহমদ বলেন, দুদিন ধর্মঘটে সিলেটে যেতে পারছি না। বিকেরেও কাউন্টারে এসেছিলাম। ৬টার সময় কাউন্টার খুলে তারা সিলেটের গাড়ির টিকেট বিক্রি করছে।

উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আরও খবর