Logo
শিরোনাম

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদরাসার ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসার সুপারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ওই মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই সুপারের নাম মুফতি গোলাম কিবরিয়া (৬২)। তিনি দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের মৃত হায়দার আলীর ছেলে ও দর্শনা ওলামা পরিষদের সভাপতি। 

ভুক্তভোগী ছাত্রীর পিতা জানান, সুপার মো. গোলাম কিবরিয়া কয়েক এক দিন আগে আমার মেয়কে (১১) ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। মেয়ে ভয়ে আমাদের না জানালেও বিষয়টি তার সহপাঠীদের মাধ্যমে জানতে পারি। পরে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দর্শনা থানায় নারী ও শিশু ধর্ষণ নির্যাতন আইনে একটি মামলা দায়ের করি।

দর্শনা থানার ওসি এএইচ এম লুৎফুর কবির বলেন, মাসুমা জান্নাত মহিলা মাদরাসা থেকে সুপার গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।


আরও খবর