Logo
শিরোনাম

৫০ কেজি গাঁজাসহ ফেনীতে আটক ৪

প্রকাশিত:বুধবার ২০ অক্টোবর ২০21 | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফেনীতে ৫০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। আজ বুধবার ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আসামিরা হলেন, শরিয়তপুর জেলার পালং থানার মোতালেব হাওলাদারের ছেলে মো. মহসিন হোসেন (২১)। পটুয়াখালী জেলার হান্নান মৃধার ছেলে মো. রাব্বি। একই এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে মো. ইমান হোসেন (৩০)। কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার আমান মিয়ার ছেলে জুয়েল (২৬)।

ফেনী র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩টি প্লাস্টিকের বস্তার ভেতরে সর্বমোট ৫০ কেজি গাঁজা জব্দসহ আসামিদের আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৮ লাখ টাকা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবৎ এসব মাদক পাচার করে আসছিল বলে জানা যায়। আটককৃত আসামিদের মাদকদ্রব্য আইনে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ ট্যাগ: গাঁজাসহ আটক

আরও খবর