Logo
শিরোনাম

৮৪ রানেই অলআউট বাংলাদেশ

প্রকাশিত:মঙ্গলবার ০২ নভেম্বর 2০২1 | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিন যত যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স যেন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। উন্নতির কোনো লক্ষণ নেই। সর্বশেষ আজ (২ নভেম্বর) আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানেই অলআউট হয়ে গেছে লাল-সবুজ বাহিনী।

শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরু থেকেই ধুঁকতে থাকে টাইগাররা। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে মাত্র ৮৪ রানেই অলআউট হয়ে যায় রিয়াদ বাহিনী।

দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন শেখ মেহেদী হাসান। এছাড়া লিটন দাস করেন ২৬ রান ও শামীম হোসেন ১১। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। এদিন, বাংলাদেশি ব্যাটারদের দেখে মনেই হয়নি যে তারা জিততে নেমেছে। যেন ম্যাচ খেলতে হবে এ জন্যই মাঠে নামা।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা ও অ্যানরিচ নর্টজে। এছাড়া তাবরেজ শামসি ২টি ও একটি উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস।


আরও খবর