Logo
শিরোনাম

৯ ঘণ্টা পর আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত:শুক্রবার ১৭ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন ফ্যাক্টরির আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় আগুনের প্রাথমিক সূত্রপাত হলেও সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস লাইন ফেটে বিস্ফোরণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে ৯ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা পরে বলা যাবে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


আরও খবর