Logo
শিরোনাম

আম কিনতে যাওয়ার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

প্রকাশিত:মঙ্গলবার ২১ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে লসিমন উল্টে খাদে পড়ে মন্টু মিয়া (৫০) ও শাহীন আলম (৩০) নামে আম ব্যবসায়ী দুই চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্টু মিয়া চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নবিস উদ্দিনের ছেলে এবং শাহীন একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তারা চুয়াডাঙ্গা থেকে বড়াইগ্রামের আহম্মেদপুর আড়তে আম কিনতে আসছিলেন বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে তারা দুজন নিজ বাড়ি থেকে আম কেনার উদ্দেশ্যে লসিমনে চেপে আহম্মেদপুর বাজারে আসছিলেন। পথে গুনাইহাটি ও গোধড়া গ্রামের মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে লসিমনটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বনপাড়া জাহেদা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তারা দুজন মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত লসিমনটি জব্দ ও নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর