Logo
শিরোনাম

আরও ৬৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৩৬ জন ঢাকায় এবং ৩১ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬০ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৫৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৬১৫ জন। মারা গেছেন ২৮১ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।


আরও খবর