Logo
শিরোনাম

আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হবে

প্রকাশিত:রবিবার ০৬ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া আরও ৮০ হাজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার সকালে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা প্রধান ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।

এই বৈঠকের উদ্দেশ্য ছিল জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গাদের পুনর্বাসন ও অধিকার নিশ্চিতে আরও জোড়ালো ভূমিকা পালনের আহ্বান জানানো। বৈঠকে সভাপতিত্ব করেন কায়কাউস। এতে মূলত রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।


আরও খবর