Logo
শিরোনাম

বাড়ছে যমুনা নদীর পানি, ভাঙন অব্যাহত

প্রকাশিত:সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ পয়েন্টে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বিরাজ করছে বন্যা আতঙ্ক। এ সকল এলাকার বিস্তীর্ণ কৃষি জমিতে রোপণ করা আমন ধানের চারা, বিভিন্ন শাক সবজি ও উঠতি ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষক।

এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার শাহজাদপুর উপজেলার জালালপুরে তীব্র হচ্ছে নদীভাঙন। প্রতিদিনই যমুনার গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ভাঙন নিয়ন্ত্রণে জরুরি কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ভাঙনকবলিতরা।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, পানি বাড়ায় নদীভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে জরুরি জিও ব্যাগ ডাম্পিং করার প্রক্রিয়া চলমান রয়েছে।


আরও খবর