Logo
শিরোনাম

বদলে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ২-এর ছবি

প্রকাশিত:শুক্রবার ২৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দ্বিতীয় ম্যাচের পরে পুরো বদলে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ২-এর ছবি। প্রথম ম্যাচের পরে শীর্ষে ছিল বাংলাদেশ। এক ম্যাচ পরে সেই বাংলাদেশ এক ধাক্কায় নেমে গেল চার নম্বরে। দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারের ধাক্কা সামলাতে পারলেন না শাকিব আল হাসানরা। জিম্বাবোয়ের কাছে হেরে পাঁচ নম্বরে পাকিস্তান। অন্য দিকে নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এলেন রোহিত শর্মারা।

গ্রুপ ২-এর ছটি দল নিজেদের দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র ভারত দুটি ম্যাচই জিতেছে। তাদের পয়েন্ট ৪। নেট রানরেট +১.৪২৫। প্রথম ম্যাচের পরে বাংলাদেশ নেট রানরেটে ভারতের থেকে এগিয়ে ছিল। কিন্তু বাংলাদেশ হেরে যাওয়ায় ভারত এক নম্বরে পৌঁছে গিয়েছে।

গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছিলেন টেম্বা বাভুমারা। কিন্তু বাংলাদেশকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারানোয় দুম্যাচ পরে ৩ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। ভারতের থেকে পয়েন্ট কম হলেও নেট রানরেটে ভারতের থেকে অনেকটাই এগিয়ে দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রানরেট +৫.২০০।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছিল জিম্বাবোয়ে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে তারা। ফলে দুম্যাচে তাদের পয়েন্ট ৩। নেট রানরেট +০.০৫০। পয়েন্ট তালিকায় তিন নম্বরে জিম্বাবোয়ে।

পয়েন্ট তালিকায় চার নম্বরে শাকিবের বাংলাদেশ। পাকিস্তানের মতো তাদেরও পয়েন্ট দুম্যাচ খেলে ২। কিন্তু নেট রানরেটে পিছিয়ে পড়েছে তারা। দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারায় শাকিবদের নেট রানরেট কমে হয়েছে -২.৩৭৫।

ভারতের কাছে হারার পরে দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধেও হেরেছে পাকিস্তান। ফলে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে তারা। দুম্যাচে বাবর আজমদের পয়েন্ট শূন্য। তাদের নেট রানরেট -০.০৫০।

গ্রুপ ২-এর একেবারে শেষে রয়েছে নেদারল্যান্ডস। দুটি ম্যাচ খেলে দুটিতেই হারতে হয়েছে তাদের। নেদারল্যান্ডসেরও পয়েন্ট শূন্য। নেট রানরেটে পাকিস্তানের পিছনে তারা। তাদের নেট রানরেট -১.৬২৫।


আরও খবর