Logo
শিরোনাম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশিত:বুধবার ২৬ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার শেরপুরে বাস-অটোরিক্সা সংর্ঘষে ৫ জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিক্সার যাত্রী। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে মীর্জাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে একজন নারী ও ৪ জন পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানাযায়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতলা নামক স্থানে বিপরীত মুখি একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৫ জন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পরপর বাসের চালক হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আরও খবর