Logo
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত:শনিবার ০৫ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার আলীয়বাদ গ্রামে মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইয়ামিন (০৮)  মাদ্রাসা শিক্ষার্থী।

পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে গোলাম মোস্তফার ছেলে নিহত ইয়ামিন (০৮)।  নারায়নপুর জাহেরা বেগম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হেফজ বিভাগের ছাত্র।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

জানা যায়, ইয়ামিন (০৮) শুক্রবার সকালে ঘুম থেকে উঠে গেমস খেলতে মায়ের কাছে মোবাইল ফোন চায়। কিন্তু তার মা গেম খেলতে নিষেধ করলে সে বাড়িতে রাখা মইয়ে গামছা পেচিয়ে ভয় দেখাতে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, মোবাইলে গেমস খেলতে না দেওয়ায় আত্মহত্যার ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও খবর