Logo
শিরোনাম

ব্রাজিলে ভারী বৃষ্টির পর বন্যা ও ভূমিধসে নিহত ১৮

প্রকাশিত:বুধবার ১৬ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাজিলের রাজধানী রিওডি জেনিরোর কাছে একটি পর্যটক শহরে ভারী বৃষ্টির পর বন্যা ও ভূমিধসে ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি পাহাড়ি পর্যটন শহরে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অন্তত ১৮ জন মারা গেছেন। মঙ্গলবার রাজধানীর কাছে একটি পর্যটক শহর পেট্রোপলিসে এই প্রবল বৃষ্টিপত হয়। 

রিও ডি জেনিরোর অগ্নিনির্বাপণ বিভাগ এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি কয়েক ঘণ্টায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, রিও শহরের ৬৮ কিলোমিটার উত্তরে ব্রাজিলের শেষ সম্রাট দ্বিতীয় পেদ্রোকে সমাধিস্থ করা মনোরম পাহাড়ি শহরে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিসের ১৮০ জনের বেশি কর্মী ঘটনাস্থলে রয়েছেন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩