Logo
শিরোনাম

ব্রাজিলে ভূমিধস ও বন্যায় মৃত্যু বেড়ে ১৩৬

প্রকাশিত:শনিবার ১৯ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের পেট্রোপলিসে ভূমিধস ও বন্যায় মৃত্যু বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এখন পর্যন্ত ২১৩ জন নিখোঁজ রয়েছেন। আর ৯৬৭ জনকে রাখা হয়েছে আশ্রয়কেন্দ্রে।

কর্তৃপক্ষ ওই অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জায়গায় যাওয়ার আহ্বান জানিয়েছে।

বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলো সহায়তাকেন্দ্রে রূপ নিয়েছে। যেখানে গৃহহীনরা আশ্রয় নিচ্ছেন এবং যাদের প্রয়োজন সেখান থেকে তাদের সহায়তা দেওয়া হচ্ছে।

পর্যটকদের জন্য পেট্রোপলিস জনপ্রিয় একটি গন্তব্য। একসময় ব্রাজিলের সম্রাট গ্রীষ্মকাল এলে পাহাড়ি এই শহরটিতে এসে থাকতেন। তবে এই এলাকাটি ভূমিধসপ্রবণ।

এর আগে ২০১১ সালে এই এলাকায় বন্যায় নয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল, নিখোঁজ ছিলেন শতাধিক।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩