Logo
শিরোনাম

বরিশালে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৮১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে। বিআইড‌ব্লিউ‌টিএর নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভাগের প‌রিদর্শক ক‌বির হোসেন জানান, গতকাল বুধবার ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহে‌ন্দিগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটের লঞ্চগু‌লো এখনও চলাচল করছে।

ব‌রিশাল স্পিডবোট ঘাটের লাইন ইনচার্জ মো. লিটন ও তারেক শাহ বলেন, ব‌রিশাল থেকে বোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়‌নি। ভোলা থেকে বোট বন্ধ করা হয়েছে। এ কারণে এ রুটে বোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে ব‌রিশাল নগরের ডি‌সি ঘা‌টের ম‌তো, সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট থেকেও ভোলাগামী স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে সদর উপজেলার তালতলী থেকে মেহে‌ন্দিগঞ্জ রুটের স্পিডবোট চলাচল স্বাভা‌বিক রয়েছে।

এদিকে আগামী ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় সমাবেশের কারণেই বন্ধ করা হয়ে‌ছে লঞ্চ ও স্পিডবোট এমনটাই বলছেন বিএন‌পি নেতারা।


আরও খবর