Logo
শিরোনাম

চা বাগানে টিলা ধসে ১ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০22 | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মৌলভীবাজারের বড়লেখায় ভারি বর্ষণে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাদ চা বাগানে টিলা ধসে রাজন ব্যানার্জি (৬০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালের ঘটনায় আরও চার ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া কেছরিগুল ও বিওসি কেছরিগুল গ্রামে পৃথক টিলা ধসে আরও ৫ ব্যক্তি আহত হন।

জানা গেছে, কয়েক দিনের টানা ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় সহস্রাধিক কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছেন। টিলা ধসে বসত ঘরের ওপর পড়ে এক চা শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সালমা বেগম, নিহা বেগম, সমছ উদ্দিন, রহিমা বেগম ও জোনাকি আক্তার।

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, আয়েশাবাগ চা বাগানে টিলা ধসে একজনের মৃত্যু ও চারজন আহত হয়েছেন। টিলার পাদদেশে যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ইতোপূর্বে তিনি টিলায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে সরেজমিন গিয়ে প্রচারণা করেছেন।

নিউজ ট্যাগ: টিলা ধসে মৃত্যু

আরও খবর