Logo
শিরোনাম

চালু হলো পুলিশের ‘হ্যালো এসবি’ অ্যাপ

প্রকাশিত:বুধবার ১৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভ্রমণ সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হলো বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার মোবাইল অ্যাপ হ্যালো এসবি। এর মাধ্যমে ভিসা, পাসপোর্ট, ইমিগ্রেশন এবং সিকিউরিটি ক্লিয়ারেন্সসহ আরও বেশকিছু সেবা পাওয়া যাবে।

বুধবার (১৬ নভেম্বর) এসবির সদরদপ্তরের কনফারেন্স রুমে এই অ্যাপ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটি একটি চমৎকার উদ্যোগ। পুলিশিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হ্যালো এসবি অ্যাপ এক অনন্য সংযোজন।

হ্যালো এসবি অ্যাপের মাধ্যমে ই-পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, সংশোধন, ইমিগ্রেশন সেবা, দ্বৈত নাগরিকত্ব, ভিসা ইস্যু, নবায়ন, নিবন্ধন, সিকিউরিটি ক্লিয়ারেন্স, এনজিও সংক্রান্ত তথ্য, দত্তক, ভ্রমণ ইত্যাদি সেবা সহজে পাওয়া যাবে। একই সঙ্গে সেবা গ্রহীতারা কোনো ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগও করতে পারবে। এজন্য অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩