Logo
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত:মঙ্গলবার ০৮ জুন ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাঁপাইনবাবগঞ্জে দুই দফা লকডাউন শেষে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ বিধিনিষেধ আগামি ১৬ জুন (বুধবার) পর্যন্ত বলবৎ থাকবে।

আম ব্যবসায়ীদের কথা ভেবে লকডাউন না বাড়িয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা করোনা মোকাবিলা কমিটি।

এর আগে জেলার করোনা সংক্রমণ রোধে গত ২৫ মে থেকে জেলায় ৭ জুন (সোমবার) পর্যন্ত ১৪ দিনের লকডাউন দেওয়া হয়েছিলো। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন এই শনাক্তের হার ২৯ দশমিক ২১%। একদিন আগে জেলাটিতে শনাক্তের হার ছিল ১৯ দশমিক ১৩। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দুই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সকালে এ সব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন জানান, নতুন করে সদর উপজেলায় ১৩০ জন, শিবগঞ্জ উপজেলায় ৭ জন, গোমস্তাপুর উপজেলায় ৯ জন ও নাচোল উপজেলায় ৪০ জন ও ভোলাহাট উপজেলায় ৩ করোনা শনাক্ত হয়েছে।

ডেডিকেটেড করোনা ইউনিটের তথ্য প্রদান কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার জানান, জেলার ৫০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৫০ জন চিকিৎসাধীন আছেন।


নিউজ ট্যাগ: চাঁপাইনবাবগঞ্জ

আরও খবর