Logo
শিরোনাম

চীনে ফের বাড়ছে করোনা সংক্রমণ, শহরে লকডাউন

প্রকাশিত:শনিবার ১২ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনে লকডাউন ঘোষণা করে দেশটির সরকার। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। জানা যায়, লকডাউন জারি করার ফলে শহরটিতে ৯০ লাখ মানুষ এখন ঘরবন্দি।

চীনের সরকারি আদেশে বলা হয়েছে, জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে হবে। পুরো শহরবাসীকে তিন পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, অকারনে কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। শুধুমাত্র পরিবারের একজন সদস্যই কেবল বের হতে পারবেন তাও আবার দুদিন পর পর।

সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়ে কোনো কোনো জায়গায় আংশিক আবার কোনো জায়গায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনায় চীনজুড়ে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে ৩৯৭ জন। তাদের মধ্যে ৯৮ জন চ্যাংচুন শহরলাগোয়া জিলিন প্রদেশের। গত এক সপ্তাহে জিলিন প্রদেশে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১০০ জন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩