Logo
শিরোনাম

ঢাকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দু’দিনের বিরতি শেষে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম রাউন্ডের শেষ পর্যায়ের ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। দিনের প্রথম ম্যাচে ইতোমধ্যেই প্লে-অফে অনুত্তীর্ণ দু’দল ঢাকা ডমিনেটরস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে। এতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।

এ ম্যাচ দিয়েই আসর শেষ করতে যাচ্ছে ঢাকা। অধিনায়ক নাসির হোসেনের আশা, জয় দিয়েই সিজন শেষ করতে চাই। গত কয়েক ম্যাচে আমাদের ব্যাটিং ভালো ছিল। আজ যেহেতু আগে বোলিং করবো, নিয়ন্ত্রিত বল করে অল্প রানের মধ্যে তাদের (চট্টগ্রাম) আটকে দেওয়ার চেষ্টা থাকবে’।

অন্যদিকে, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম এরপর আরও একটি ম্যাচ পাবে। দলটির অধিনায়ক শুভাগত হোম বলছেন,জয়ের লক্ষ্যে আমরা ব্যাটিং দিয়ে ম্যাচ শুরু করছি। সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইতিবাচক খেলার চেষ্টা করবো। দলের বোলিংয়ে আরও উন্নতি দরকার। এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছি।’

ঢাকা ডমিনেটরস (একাদশ) : নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাহিদুজ্জামান খান (উইকেটরক্ষক), আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, আরাফাত সানি, মোহর শেখ, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও জুবায়ের হোসেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (একাদশ) : মেহেদী মারুফ, উসমান খান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, জিয়াউর রহমান, দারউয়িশ রাসুলি, মৃত্যুঞ্জয় চৌধুরী, উন্মুক্ত চান্দ, ইরফান শুক্কুর, নিহাদুজ্জামান।

নিউজ ট্যাগ: বিপিএল

আরও খবর