Logo
শিরোনাম
টি-টোয়েন্টি বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির আশা জিইয়ে রাখলো পাকিস্তান

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দাপুটে এ জয়ে আসরটির সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে রইল বাবর আজমের দল।

আজ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের গ্রুপ টু-এর ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২ টায় ম্যাচটি মাঠে গড়ায়।

যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দক্ষিণ আফ্রিকা বোলারদের তোপের মুখে পড়লেও ইফতিখার আহমেদ ও শাদাব খানের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নামা প্রোটিয়াদের ইনিংসে ৯ ওভার শেষে বৃষ্টি হানা দেয়। সে সময় দলটির স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ৬৯ রান। পরে ফের খেলা শুরু হলে টেম্বা বাভুমাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১৪২। তবে ৯ উইকেট হারিয়ে ১০৮ রানে থামে প্রোটিয়ারা।


আরও খবর