Logo
শিরোনাম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন গণমাধ্যমকে ফেরি চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সোয়া ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দূরপাল্লার যাত্রীবাহী বাস, পন্যবাহী ট্রাকসহ ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৮ কিলোমিটার এলাকায় প্রায় ৯ শতাধিক যানবাহন আটকা পড়ে।

অন্যদিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আরও তিন কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ঘুন কুয়াশা ও নদীর ঠান্ডা শীতল বাতাসে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের।


আরও খবর