Logo
শিরোনাম

দুই মাস পর রাজবাড়ী-পাবনা নৌপথে ফেরি চালু

প্রকাশিত:মঙ্গলবার ০৪ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দীর্ঘ দুই মাস ধরে বন্ধ থাকার পর অবশেষে চালু করা হয়েছে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজবাড়ী সড়ক বিভাগের অধীনে রাজবাড়ীর-বাগমারা-জৌকুড়া আঞ্চলিক মহাসড়কের (আর-৭১১) ষষ্ঠ কিলোমিটার অবস্থিত জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরিঘাটটির নদীতে নাব্যতা সংকট দেখা দেয়। এ কারণে ২০২১ সালের ১ নভেম্বর যানবাহন পারাপার বন্ধ রাখা হয়। সেখানে বর্তমানে জৌকুড়াপ্রান্তে বিকল্প অ্যাপ্রোচ সড়ক নিমার্ণ করা হয়েছে। যার কারণে গত সোমবার থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। সব যানবাহনকে ওই নৌরুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই নৌরুট দিয়ে বর্তমান দুটি ফেরি নিয়মিত চলাচল করবে।

তিনি আরও বলেন, পদ্মার পানি যদি না কমে ফেরি বন্ধ হওয়ার শঙ্কা নেই। তবে বিআইডব্লিউটিএ যদি এই নৌরুটটি ড্রেজিং করে তা হলে ১২ মাসই এই নৌরুট দিয়ে ফেরি চালানো সম্ভব।

উল্লেখ্য, জৌকুড়া-নাজিরগঞ্জ ঘাট দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গের দূরপাল্লার পরিবহণসহ পণ্যবাহী ট্রাক ও সাধারণ যাত্রীরা নিয়মিত পাড় হতে পারবে।


আরও খবর