Logo
শিরোনাম

দুই ম্যাচে নিষিদ্ধ হলেন নেইমার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৪৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত শনিবার লিলের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। যে কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির এই তারকা খেলোয়াড়। বুধবার এ খবর নিশ্চিত করেছে ফ্রেঞ্চ প্রফেশনাল লিগের (এলএফপি) ডিসিপ্লিনারি কমিশন।

লিলে'র বিপক্ষে ম্যাচের ৮৯ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার থিয়াগো দিয়ালোকে ধাক্কা দেন নেইমার। যে কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। নেইমারের সঙ্গে লাল কার্ড দেখানো হয় দিয়ালোকয়েও। দিওলোর লাল কার্ড দেখার কারণ, ধাক্কা খেয়ে নেইমারকে গালি দেয়া।

দুই লাল কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ করার নিয়ম থাকলেও এলএফপি তিন ম্যাচের নিষেধাজ্ঞা করে নেইমারকে। পরে অবশ্য এক ম্যাচের নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়া হয়। নেইমারের মতো দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিয়ালোকেও।

নিউজ ট্যাগ: নেইমার

আরও খবর