Logo
শিরোনাম

দুর্দান্ত জয়ে বিশ্বকাপের মিশন শুরু শ্রীলঙ্কার

প্রকাশিত:রবিবার ২৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ১২৯ রানের। সেই লক্ষ্যে তারা ৩০ বল বাকি থাকতে এক উইকেট হারিয়েই পৌঁছে গেল। এর ফলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম দুর্দান্ত এক জয় নিয়েই মাঠ ছাড়লো লঙ্কানরা।

এদিন, পল স্টার্লিংয়ের আগ্রাসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের আভাস দিচ্ছিল আয়ারল্যান্ড। ৪ উইকেটে ১০৭ রান করা দলটি হঠাৎ করে ছন্দপতন। ১১৮ রানেই নেই ৮ উইকেট। ১১ রানের ব্যবধানে চার উইকেট হারায় আয়ারল্যান্ড।

ডেথ ওভারে দারুণ বোলিংয়ে লঙ্কানরা তাদের আটকে দিয়েছে ১২৮ রান। ৮ উইকেট হারায় আইরিশরা। তাদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর। স্টার্লিংয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান। লঙ্কানদের পক্ষে দুইটি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ ঠিকশানা। 

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে আজ রবিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয় আয়ারল্যান্ড। হোবার্টের ওভাল স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়। টস জিতেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। টস হেরে ফিল্ডিংয়ে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।


আরও খবর