Logo
শিরোনাম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী 20২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফিলিস্তিনের উত্তর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল থেকে রকেট ছোড়া হয়। আল জাজিরার খবর অনুসারে, পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি অভিযানে বুধবার ১১ ফিলিস্তিনি নিহত হয়। এরপর এসব ঘটনা ঘটল।

ফিলিস্তিনের কোনো গ্রুপ রকেট হামলার দায় স্বীকার করেনি। রকেট হামলার সময় ইসরায়েলের শহর সেদোরত এবং আসকেলনে সাইরেন বাজানো হয়।

আল জাজিরার প্রতিনিধি সারা খয়রাত জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে ইসরায়েল নিরাপত্তা জোরদার করেছে। সারা খয়রাত বলেন, ফিলিস্তিনিরা প্রতিশোধমূলক হামলা করতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গাজা উপত্যকা থেকে নিক্ষেপ করা পাঁচটি রকেট ধ্বংস করেছে। ৬ নম্বর রকেটটি তাদের বসতিহীন জায়গায় পড়ে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মিশর এবং জাতিসংঘ পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতা করছে।

নিউজ ট্যাগ: বিমান হামলা

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩