Logo
শিরোনাম
পাটুরিয়া ফেরিঘাট

ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়

প্রকাশিত:রবিবার ০১ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্যক্তিগত ছোট গাড়ি ও দূরপাল্লা যানবাহনে যাত্রী চাপ স্বাভাবিক থাকলেও পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকায় লোকাল যাত্রীর উপচে পড়া ভিড় রয়েছে। ঈদে ঘরমুখো যাত্রী চাপ সামাল দিতে হিমশিম অবস্থায় পড়েছে লঞ্চঘাট কর্তৃপক্ষ। লঞ্চের ভিড় এড়াতে অনেকেই আবার ফেরিতে করে পারাপার হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় মোট ৫টি ফেরিঘাট পন্টুন রয়েছে। এর মধ্যে ৫ নাম্বার ঘাট দিয়ে পারাপার করা হচ্ছে ব্যক্তিগত ছোট গাড়ি। আর বাকীগুলো দিয়ে যাত্রীবাহী বাস নৌ-রুট পারাপার হচ্ছে।

এদিকে নৌ-রুট পারাপার হতে আসা যাত্রীদের জন্য উন্মুক্ত রয়েছে ছোট বড় সকল ফেরি। ফেরিঘাটের ৫ নাম্বার ঘাট এলাকাতে ব্যক্তিগত ছোট গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। তবে ঘাট এলাকায় পর্যাপ্ত ফেরি থাকায় ঘণ্টাখানেক অপেক্ষার মধ্যেই নৌ-রুট পারাপারের সুযোগ পাচ্ছে এসব ছোট গাড়ির যাত্রী ও চালকেরা।

অনেক সময় আবার ব্যক্তিগত ছোট গাড়ির চাপ কম থাকলে সরাসরি ফেরিতে উঠার সুযোগও মিলছে। আবার ছোট গাড়ির চাপ অতিরিক্ত বেড়ে গেলে ৫ নাম্বার ঘাটের পাশাপাশি ৪ নাম্বার ঘাট দিয়েও অপেক্ষমাণ গাড়িগুলোকে নৌ-রুট পারাপার করছে কর্তৃপক্ষ।

এদিকে পাটুরিয়া ফেরিঘাটের তিন নাম্বার ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যাত্রীবাহী বাসের সারি রয়েছে। অনেক সময় আবার যাত্রীবাহী বাসের এই সারি ফাঁকা হয়ে যাচ্ছে। বাস ও ছোট গাড়ির পাশাপাশি জরুরী পণ্যবাহী ট্রাক পারাপার স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ।

লোকাল বাসের একাধিক যাত্রীদের সঙ্গে আলাপ হলে তারা বলেন, দূরপাল্লা যানবাহনের টিকিটে বাড়তি টাকা দিতে হয়। এছাড়াও ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় অপেক্ষা করা লাগে। কিন্তু লোকাল বাসে এসব ঝামেলা নেই। দৌলতদিয়া ঘাটেও লোকাল বাসের অভাব নেই। যে কারণে লোকাল বাসের ঈদ যাত্রা খারাপ নয় বলে মন্তব্য করেন তারা।

ফেরিঘাটের ৫ নাম্বার ঘাট এলাকায় আলাপ হলে সোয়াইব আহমেদ নামের এক ছোট গাড়ির যাত্রী বলেন, অন্যান্য বারের তুলনায় এবার মহাসড়ক ও ঘাটের অবস্থা খুবই ভালো। কোন রকমের ভোগান্তি ছাড়াই স্বস্তির সঙ্গে নৌ-রুট পারাপার হওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে। ঘাট এলাকায় আধ বা এক ঘণ্টা সময় অপেক্ষার বিষয়টি খুবই স্বাভাবিক বলে জানান তিনি।

পাটুরিয়া লঞ্চঘাট সুপারভাইজার পান্না লাল নন্দী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট বড় মিলে ২১টি লঞ্চ রয়েছে। লঞ্চঘাটে যাত্রীর প্রচুর চাপ রয়েছে। যাত্রী পারাপারের সুবিধার বিষয়টি বিবেচনা করে দৌলতদিয়া ঘাটে যাত্রী নামিয়ে খালি লঞ্চগুলো পাটুরিয়ায় আনা হচ্ছে। দুপুর নাগাদ যাত্রী চাপ কমে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় নৌরুট পারাপারের অপেক্ষায় যানবাহনের বড় কোন সারি নেই। তবে লোকাল যাত্রীদের প্রচুর চাপ রয়েছে।


আরও খবর