Logo
শিরোনাম

গোলে এগিয়ে এমবাপ্পে, পিছিয়ে গতিতে

প্রকাশিত:মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কাতার বিশ্বকাপে গোলের বিচারে সবার থেকে এগিয়ে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এ পর্যন্ত তিনি পাঁচ গোল করেছেন। আর ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপেই গোলের বিচারে পিছনে ফেলেছেন পেলে, ম্যারাডোনা, মেসি আর রোনালদোর মতো তারকাদের।

দুইটা ম্যাচ জিতলেই এমবাপ্পের দল টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলবে। সেমিফাইনালের ম্যাচে আগামীকালই মরক্কোর মুখোমুখী হবে ফরাসিরা।

তবে গোলে এগিয়ে থাকা এমবাপ্পের শক্তির জায়গা গতি। কিন্তু এবারের বিশ্বকাপে তিনি নিজের কাঙ্ক্ষিত গতি ঝড় তুলতে পারেননি।

মার্কার হিসেব মতে চলতি আসরে এমবাপ্পের সর্বোচ্চ গতি ২১.৮৭। যেখানে মরক্কোর আশরাফ হাকিমিই তুলেছেন প্রতিঘণ্টায় ২১.৯৩ কিলোমিটার।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গতিতে দৌড়েছেন ঘানার কামালদিন সুলেমান। তার গতি ছিল ২২.১৮ কিলোমিটার প্রতি ঘণ্টায়। গতির বিচারে সেরা দশের তালিকায় এমবাপ্পের অবস্থান ৮।


আরও খবর