Logo
শিরোনাম

গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পেরু

প্রকাশিত:শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে পেরু। গত ৭ ডিসেম্বর নির্বাচিত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়োকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরে তিনি গ্রেপ্তার হন। এর জেরে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংস চলমান বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ২০ জনের বেশি নিহত হয়েছেন। এমন সংকটের অবসান ঘটাতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে পেরুর কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার দেশটির রাজধানী লিমায় ক্ষমতা কাঠামোর সকল শাখার প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অব স্টেটস ও চার্চ নেতাদের এ বৈঠক হয়। তিন ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। এর আগে ক্যাস্তিয়োর অভিশংসনকে কেন্দ্র করে চলমান সহিংস বিক্ষোভের প্রতিক্রিয়ায় সরকারের দুই মন্ত্রী পদত্যাগও করেন।

শুক্রবার সন্ধ্যার ওই বৈঠকের পর পেরুর ন্যাশনাল বোর্ড অব জাস্টিসের প্রধান হোসে আভিয়া, নাগরিকদের সহিংসতা এড়াতে আহ্বান জানান। সেইসঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসতে বলেন।

তিনি বলেছেন, এ ধরনের আলোচনাকে উৎসাহিত করতে মন্ত্রীরা যে যে এলাকায় বিক্ষোভ হচ্ছে সেখানেও যাবেন। তবে এই নিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে গণমাধ্যমে কোনো বিবৃতি দেননি।


আরও খবর