Logo
শিরোনাম

ইউক্রেনে যুদ্ধ থামান, পুতিনকে জাতিসংঘের মহাসচিব

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে এই আহ্বান জানান তিনি।

বিবিসি, সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব পুতিনের উদ্দেশ্যে বলেন, যুদ্ধ থামান। শান্তিকে সুযোগ দিন। এর আগে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের ডনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সময় তিনি ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানান। পুতিন বলেন, আপনারা আপনাদের অস্ত্র সমর্পণ করুন এবং ঘরে ফিরে যান। সেই সঙ্গে তিনি বলেন, ডনবাসে রক্তপাত হলে এর দায়ভার পুরোপুরি ইউক্রেন সরকারের।

তবে পুতিন বলেন, ইউক্রেন দখল করার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা নিজেদেরকে কারও ওপর চাপিয়ে দিতে চাই না।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩