Logo
শিরোনাম

জার্মানিতে রাতের আঁধারে গোলাগুলি, নিহত ২

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জার্মানির হামবুর্গ শহরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৫ মার্চ) মধ্যরাতে দেশটির হামবুর্গ শহরে বন্দুকধারীর গুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে।

চলতি মাসে শহরটিতে এ নিয়ে দুইটি গোলাগুলির ঘটনা ঘটল।

স্থানীয় পুলিশ বলেছে, সবশেষ গোলাগুলির ঘটনায় তারা ইতোমধ্যে অভিযান শেষ করেছে। তবে এখন তারা তদন্ত শুরু করেছে। পুলিশের একজন মুখপাত্র হামলাকারী সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের আগে ল্যাঙ্গেনহর্ন জেলায় পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। এরপর ঘটনাস্থলে পুলিশের ২৮টি গাড়ি ছুটে যায়।

এদিকে কর্তৃপক্ষের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, নিহতদের মধ্যে বন্দুকধারীও আছে বলে সন্দেহ করা হচ্ছে। এর দুই সপ্তাহ আগে শহরটির জিহোভাস উইটনেস গির্জায় বন্দুক হামলায় ৭ জন নিহত হয়েছিল।

নিউজ ট্যাগ: গোলাগুলি

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩