Logo
শিরোনাম

জার্মানিতে টিকা না নেওয়াদের জন্য লকডাউন!

প্রকাশিত:শুক্রবার ০৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কে কাঁপছে বিশ্ব। যার জেরে ইউরোপের দেশ জার্মানিতে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, যারা করোনার টিকা নেয়নি তারা অপ্রয়োজনে দোকান, সাংস্কৃতিক কেন্দ্র এবং বিনোদনমূলক স্থানগুলিতে যেতে পারবে না। যা আগামী ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারত, ফিনল্যান্ড ও নরওয়তে ওমিক্রন শনাক্ত হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রকরা উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসার জন্য মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

ওমিক্রন গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তারপর অন্যান্য দেশে শনাক্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্ট।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনার ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাসের আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় ৩২ বার রূপ বদলে ফেলা ওমিক্রন অতি-সংক্রামক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ভ্যারিয়েন্টের প্রাণঘাতী হয়ে ওঠার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভারতের কোভিড-১৯ টাস্কফোর্সের প্রধান ডা. ভিকে পল বলেছেন, এই মুহূর্তে কঠোর বিধি-নিষেধের দরকার হবে না। পরিস্থিতি এখনও বেশ ভালোভাবে নিয়ন্ত্রণে আছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩