Logo
শিরোনাম

জীবনের কঠিন সময়ে ৩ হাজার টাকায় মাস চালাতে হতো

প্রকাশিত:রবিবার ১৩ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বর্তমান টালিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর জীবনের কঠিন সময় গেছে। জানেন কী মিমির উঠে আসা জলপাইগুড়ি জেলার একটি মধ্যবিত্ত পরিবার থেকে। অভিনেত্রী হিসেবে উত্থানের গল্প ‘হইচই’ টিভিকে জানান মিমি।

‘ইন্ডাস্ট্রিতে ১১ বছর হয়ে গেছে। আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হবো। একা লড়াই করেছিলাম এই জায়গাটায় আসার জন্য। প্রথমে মিথ্যা কথা বলে এসেছি, বলেছিলাম পড়াশোনা করতে যাচ্ছি কলকাতায়।


তখন ৩ হাজার টাকা বাড়ি থেকে পাঠাতো। সেটা দিয়ে পিজির ভাড়া দেবো কী? খাব কী? নতুন জামা কিনবো কী? অডিশনে কী করে যাব! হতো না। এক বছর সময় নিয়ে ধীরে ধীরে সবকিছু গোছালাম। প্রথমে মডেলিংয়ে সুযোগ পাই, তারপর সিরিয়াল, তারপর ফিল্ম।’ নিজের কঠিন সময়ের গল্প এভাবেই বলছিলেন মিমি চক্রবর্তী।


নিউজ ট্যাগ: মিমি চক্রবর্তী

আরও খবর