Logo
শিরোনাম

ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে সাগরে

প্রকাশিত:সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবহাওয়া অনুকূলে আসায় সাগরে জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশসহ অন্যান্য মাছ। এতে খুশি পটুয়াখালীর জেলেরা।

দীর্ঘদিন পর সামুদ্রিক মাছ নিয়ে হাঁকডাকে মুখরিত মহিপুর আলীপুর মৎস্য কেন্দ্র।

কয়েকদিন আগে দফায় দফায় বৈরি আবহাওয়া ও টানা ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ, ডেলা, টোনা, পোয়াসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ। আকারেও রয়েছে পরিবর্তন। বেশিরভাগ মাছই বড়। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশের মণ ৩০ থেকে ৩৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা অন্য সময় ৪০ থেকে ৬০ হাজার টাকায় বেচাকেনা হয়।

মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার মো. মজনু গাজী বলেন, ৬৫দিন অবরোধে জেলেরা অনেক কষ্ট করলেও বর্তমানে সাগরে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় খুশি সবাই। আর সরবরাহ বাড়ায় দামও অনেক কম।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, সরকারের মাছ বৃদ্ধির লক্ষ্যে নেয়া নানা কার্যক্রমের সুফল পেতে শুরু করেছেন মৎস্যজীবীরা।

মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, জেলায় গত বছর ৭০ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়। আর প্রায় এক লাখ জেলের মধ্যে নিবন্ধিত জেলে ৭৯ হাজার ৩৪৮ জন।


আরও খবর