Logo
শিরোনাম

ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০৫ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিটি করপোরেশন আধুনিক ও নিরাপদ মার্কেট হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে। রাজধানীর বিভিন্ন এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে, তা চিহ্নিত করা হবে। এসব মার্কেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে বঙ্গবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে সিটি করপোরেশন যৌক্তিক সিদ্ধান্ত নেবে। আগুনের বিষয়টি যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদের থেকে আগুনে কারো গাফিলতি ছিল কি না অথবা পরবর্তীতে আমাদের কী করনীয় সেই বিষয়ে জানা যাবে।

সহমর্মিতা জানাতে গিয়ে মন্ত্রী বলেন, আসন্ন ঈদকে টার্গেট করে তারা বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়ে মালামাল তুলে ছিলেন। কিন্তু ভয়াবহ আগুনে সবকিছু ধ্বংস হয়ে যায়।


আরও খবর