Logo
শিরোনাম
টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিম্বাবুয়েকে ১৫৩ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবার খেলছে গ্রুপ পর্ব বা বাছাইপর্ব। নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরেছে তাঁরা। দ্বিতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছে ক্যারিবীয়রা। টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তুলতে পেরেছে নিকোলাস পুরানের দল।

জিম্বাবুয়ের দারুণ বোলিংয়ে চতুর্দশ ওভারে ১০১ রানে ৬ উইকেট হারায় উইন্ডিজ। শেষদিকে রভম্যান পাওয়েলের ২১ বলে ২৮ ও আকিল হোসেনের ১৮ বলে ২৩ রানের কল্যাণে ১৫৩ পর্যন্ত পৌঁছে ক্যারিবীয়দের সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান (৩৬ বলে) করেছেন জনসন চালর্স।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা সিকান্দর রাজা এবার বল হাতেও জ্বলে উঠলেন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডিয়েন স্মিথ, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়।

জিম্বাবুয়ে একাদশ : রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়েসলে মেদভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, টনি মুনুয়ঙ্গা, রায়ান বার্ল, লুক জঙ্গি, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারবানি।


আরও খবর