Logo
শিরোনাম

খেলাপিরা ২ শতাংশ দিলেই চামড়া কেনায় মিলবে ঋণ

প্রকাশিত:শুক্রবার ০১ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোরবানির পশুর চামড়া কেনার জন্য ব্যবসায়ীদের বিশেষ সুবিধা হিসেবে পূর্বের খেলাপি ঋণ মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে নিয়মিত করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নতুন ঋণ আবেদনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ এই সুবিধা ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোরবানির পশুর চামড়া কেনার জন্য আগে বিতরণ করা কোনো ঋণের অংশবিশেষ খেলাপি হয়ে থাকলে, ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্টে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে পুনঃতফসিল করা যাবে। এক্ষেত্রে ঋণগ্রহীতার গোডাউনে স্টক অথবা সহায়ক জামানত থাকতে হবে।

পরে ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই সাপেক্ষে ২০২২ সালে কোরবানির পশুর চামড়া কেনার জন্য ঋণ বিতরণ করতে পারবে তফসিলি ব্যাংকগুলো। নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজড অ্যামাউন্ট আদায় করা যাবে না। শরিয়াহভিত্তিক পরিচালিত ব্যাংকসমূহ উপরোক্ত নীতিমালা অনুসরণ করে এ খাতে বিনিয়োগ করতে পারবে।


আরও খবর

এলপিজির দাম আরও বাড়ল

বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3