Logo
শিরোনাম

কক্সবাজারে সাড়ে ১৩ হাজার বর্গফুট মানব পতাকার ডিসপ্লে

প্রকাশিত:শনিবার ২৬ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃহৎ লাল-সবুজের মানব জাতীয় পতাকা ডিসপ্লে প্রদর্শিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় কুতুবদিয়া ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ধুরুং স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের নিয়ে মানব পতাকা ডিসপ্লের আয়োজন করে। এতে ১৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে বিদ্যালয় সূত্র জানায়।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সমীরশীল বলেন, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ধুরুং স্টেডিয়ামে বিশেষ আয়োজন ছিল শিক্ষার্থীদের নিয়ে মানব পতাকা ডিসপ্লে প্রদর্শন। সাড়ে ১৩ হাজার বর্গফুটের মানব পতাকার দৈর্ঘ্য ছিল ১৫০ ফুট ও প্রস্থ ৯০ ফুট। এতে ১৭ শত ছাত্র-ছাত্রী অংশ নেয়। শুধু কুতুবদিয়ায় নয়, সারা দেশের মধ্যে একক প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থী নিয়ে এটি প্রথম ও বৃহৎ মানব পতাকা বলে দাবি করেন ক্রীড়া শিক্ষক সমীরশীল।

ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ মোর্শেদুল আলম বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিশেষভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে দেশের একক প্রতিষ্ঠান হিসেবে সর্ববৃহৎ মানব পতাকার ডিসপ্লে প্রদর্শন করতে সক্ষম হয়েছি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধুরুং স্টেডিয়ামে শিক্ষার্থীদের মানব পতাকার ডিসপ্লের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নুরের জামান চৌধুরী।

এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মন্জুর আলম সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ আজম সিকদার, লেমশীখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার প্রমুখ বক্তব্য

রাখেন।

লাল-সবুজের মানব পতাকা প্রদর্শন উপলক্ষে প্রতিষ্ঠানের নবীন-প্রবীণ শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আরও খবর