Logo
শিরোনাম

কক্সবাজারে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ হাফেজ উল্লাহ (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫। রবিবার বিকালে টেকনাফ উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে টেকনাফ-কক্সবাজার রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক হাফেজ উল্লাহ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শীলবুনিয়া পাড়া এলাকার মৃত মনির আহম্মদের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পরিষদ গেইটের সামনে থেকে টেকনাফ-কক্সবাজার রাস্তার উপরে একটি অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযান চলাকালীন সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হাফেজ উল্লাহ। তাকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে যা সন্দেহের সৃষ্টি হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে হাফেজ উল্লাহর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফেজ উল্লাহ জানায়, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে কক্সবাজার ও এর বাইরে বিক্রয় করে আসছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর