Logo
শিরোনাম

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ৬১ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। কঙ্গোর রেল বিভাগ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কঙ্গো রেলওয়ে অপারেটর মার্ক মার্ক ম্যানিয়োঙ্গা এনডেম্বো এএফপিকে বলেন, বহু মানুষ হতাহত হয়েছেন। নারী ও শিশু রয়েছেন তাদের মধ্যে। ৫২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে।

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। কঙ্গোর রেল বিভাগ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কঙ্গো রেলওয়ে অপারেটর মার্ক মার্ক ম্যানিয়োঙ্গা এনডেম্বো এএফপিকে বলেন, বহু মানুষ হতাহত হয়েছেন। নারী ও শিশু রয়েছেন তাদের মধ্যে। ৫২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে।

ম্যানিয়োঙ্গা এএফপিকে জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি মূলত একটি মালবাহী ট্রেন এবং দুর্ঘটনায় পতিত হওয়ার সময় সেটি কয়েক শতাধিক যাত্রী বহন করছিল। এসব যাত্রী গোপনে ট্রেনিটিতে ভ্রমণ করছিলেন।

ট্রেনটিতে থাকা ১৫টি ওয়াগনের মধ্যে ১২টিই খালি ছিল। এটি দক্ষিণ কঙ্গোর লুয়ালাবা প্রদেশের রাজধানী কোলওয়েজির কাছে টেনকে শহরের জন্য পার্শ্ববর্তী প্রদেশের লুয়েন থেকে আসছিল।

একপর্যায়ে গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কোলওয়েজি থেকে ২০০ কিলোমিটার আগে একটি গ্রামে লাইনচ্যুত হয়। ট্রেনের মধ্যে এখনও বেশ কিছু মৃতদেহ আটকে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মান্যোঙ্গার ভাষায়, সোমবারের মধ্যে রেললাইনটি ঠিক করতে কাজ করছে। অবশ্য ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সেটি উল্লেখ করেননি তিনি।

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হওয়া ঘটনা খুবই সাধারণ। যাত্রীবাহী ট্রেন বা চলাচলের উপযোগী রাস্তার অভাবের কারণে, আফ্রিকার এই দেশটির জনগণ দীর্ঘ দূরত্বে ভ্রমণের জন্য পণ্যবাহী ট্রেন ব্যবহার করে থাকে।

গত বছরের অক্টোবরে একই প্রদেশের মুতশাতশা অঞ্চলের কেনজেনজে শহরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৯ জন নিহত হয়েছিলেন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩