Logo
শিরোনাম

ক্রিকেট ছাড়লেন হাশিম আমলা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৬২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন হাশিম আমলা। এরপর খেলে যাচ্ছিলেন ক্লাব ক্রিকেট। বুধবার সেগুলো থেকেও অবসর ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। অর্থাৎ ৩৯ বছর বয়সে এসে সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন তিনি।

২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টপ অর্ডারের এই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ১৮ হাজার ৬৭২ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ২৮টি।

প্রোটিয়াদের হয়ে ১২৪ টেস্টে ৪৬.৬৪ গড়ে রান করেছেন ৯ হাজার ২৮২টি। যা দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। এছাড়া ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার করা ৩১১ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

১৮১ ওয়ানডেতে তা গড় ছিল ৪৯.৪৬, রা করেছিলেন ৮ হাজার ১১৩টি। ৪৪ টি-টোয়েন্টিতে তার গড় ৩৩.৬০। রান করেছিলেন ১ হাজার ২৭৭টি। ৪৮.৫৫ গড়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি রান করেছেন ১৯ হাজার ৫২১টি।

নিউজ ট্যাগ: হাশিম আমলা

আরও খবর