Logo
শিরোনাম

করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | ১৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ১০ জন ও উপসর্গে ৭ জন মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমএ মোমেন বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮০১টি নমুনা পরীক্ষায় নতুন আরও ২৩৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২১ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৩১ জন। মোট মারা গেছেন ২৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ১৪৫ জন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, আপাতত অক্সিজেন সঙ্কট হচ্ছে না। তবে এভাবে সংক্রমণ ও রোগীর চাপ বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।


আরও খবর