Logo
শিরোনাম

করতোয়ায় নৌকাডুবি : এখনও নিখোঁজ ৩

প্রকাশিত:সোমবার ০৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় টানা আটদিন ধরে চলা উদ্ধার অভিযান সীমিত করা হয়েছে। তবে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের পঞ্চগড় স্টেশন মাস্টার তুষার কান্তি এ তথ্য জানিয়েছেন। এর আগে একই দিন ভোর থেকে শুধুমাত্র বোদা থানার ফায়ার সার্ভিসের স্টেশনের একটি দল উদ্ধার শুরু করেন। তবে ফায়ার সার্ভিসের রংপুর রাজশাহী ও কুড়িগ্রামের আটটি ইউনিটে ৭০ জনের ডুবুরিদল কাজ করছিল।

ফায়ার সার্ভিসের বোদা থানার ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান আলী জানান, সাত জন সদস্য নদীর বালুচরগুলোতে মরদেহ খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। তবে স্পীডবোট নেই, সাধারণ নৌকায় চড়ে মরদেহ খোঁজা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে করতোয়া নদীর আউলিয়া ঘাটে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। সরকারি তথ্যমতে এপর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে দুজন পুরুষ একজন শিশু।


আরও খবর