Logo
শিরোনাম

কুমিল্লায় নৌকার ভরাডুবি

প্রকাশিত:মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তম ধাপের নির্বাচনে কুমিল্লার দুই উপজেলার ২৩ ইউনিয়নের সাতটিতে নৌকা ও ১৬টিতে বিদ্রোহীরা বিজয়ী হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজয়ীদের মধ্যে দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তরে মকবুল হোসেন মুকুল (নৌকা), গুনাইঘর দক্ষিণে হুমায়ূন কবির (নৌকা), সুলতানপুরে প্রফেসর হুমায়ূন কবির (নৌকা) ও বড়কামতা ইউনিয়নে নুরুল ইসলাম (নৌকা), বড়শালঘরে ইউনিয়নে আব্দুল আউয়াল (আনারস), রসুলপুরে শাহজাহান সরকার (ঘোড়া), সুবিলে গোলাম সরোয়ার মুকুল ভূঁইয়া (চশমা), জাফরগঞ্জে জাহিদুল ইসলাম (আনারস), রাজামেহারে জসিম সরকার (চশমা), ধামতীতে মহিউদ্দিন মিঠু (আনারস), এলাহাবাদে নুরুল আমিন (চশমা), মোহনপুরে ময়নাল হোসেন (মোটরসাইকেল) ও ফতেহাবাদে কামরুজ্জামান মাসুদ (দোয়াত-কলম), ইউসুফপুর ইউনিয়নে জয়লাভ করেছেন মোহাম্মদ জাকারিয়া (আনারস)।

এ উপজেলার ভানী ইউনিয়নে ভোটগ্রহণের আগের রাতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুলের মৃত্যুতে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

অপর দিকে বুড়িচংয় উপজেলার বাকশীমূল ইউনিয়নে আবদুল করিম (নৌকা), সদর ইউনিয়নে জয়নাল আবেদীন (নৌকা), ময়নামতি ইউনিয়নে লালন হায়দার (নৌকা), ষোলনলে হাজী বিল্লাল (আনারস), রাজাপুর ইউনিয়নে কাসেম মাস্টার (ঘোড়া), পীরযাত্রাপুরে আলহাজ্ব আবু তাহের (আনারস), মোকাম ইউনিয়নে সাহেব আলী (চশমা), ভারেল্লা উত্তরে ইস্কান্দর আলী (আনারস), ভারেল্লা দক্ষিণে ওমর ফারুক (ঘোড়া) নির্বাচিত হয়েছেন।



আরও খবর