Logo
শিরোনাম

কুড়িগ্রামে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ১৮ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নুরানি মাদরাসার ১২ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহমুদুল হাসান (৩৩) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার রহমানিয়া হাফেজিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মাদ্রাসারই শিক্ষক।

মাহমুদুল হাসান উপজেলার ঢুষমারা থানার ডাটিয়ারচর এলাকার শরিফ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ভোরে রমনা মডেল ইউনিয়নের রহমানিয়া হাফেজিয়া মাদরাসায় এ ঘটনাটি ঘটেছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাদরাসার শিক্ষার্থীকে ধরে বলাৎকারের চেষ্টা করছিল সহকারী শিক্ষক মাহমুদুল। পাত্রখাতা নুরানি মাদ্রাসার কক্ষের ভেতর ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করে ওই শিক্ষক। পরে শিশুটি পালিয়ে বাড়ি গিয়ে তার মাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। এ ঘটনায় শিশুটির মা থানায় একটি মামলা করলে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।


আরও খবর